ভারতীয় মোটরস্পোর্টস জায়ান্ট ইন্দু চাঁদহোক মারা গেলেন

চেন্নাই, ৭ ডিসেম্বর(হি.স.) : ইন্দু চাঁদহোক, ভারতীয় মোটরস্পোর্টসের সাথে ৬ দশকেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।শনিবার সকালে চেন্নাইতে তিনি মারা গেলেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

চাঁদহোক ১৯৫৩ সালে মাদ্রাজ মোটর স্পোর্টস ক্লাব এবং পরে ১৯৭১ সালে ফেডারেশন অফ মোটর স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন।

মাদ্রাজ মোটর স্পোর্টস ক্লাবের (এমএমএসসি) সভাপতি অজিত থমাস বলেছেন, “ইন্দু চাঁদহোকের মৃত্যুতে, এমএমএসসি এবং ভারতীয় মোটরস্পোর্টস একটি বিশাল এবং প্রাতিষ্ঠানিক ব্যক্তিত্বকে হারিয়েছে। তিনি ভারতে মোটরস্পোর্টসকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদানে সহায়ক ছিলেন এবং আমরা এখন তাঁর অক্লান্ত পরিশ্রমের ফল ভোগ করছি। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *