ধর্মনগর,৭ ডিসেম্বর : শনিবার সকালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের গৃহে অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের পঞ্চম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক অনিতা সিংহা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিক এবং বিশিষ্ট সাংবাদিক জ্যোতির্ময় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য তথা উত্তর জেলা প্রভারী সমরেশ দে, চিন্ময় ধর, জেলা সম্পাদক রমাকান্ত নাথ, বিশিষ্ট সাংবাদিক কৌস্তভ ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য বুদ্ধ ভট্টাচার্য ,প্রাক্তন রাজ্য কমিটির সদস্য মিন্টু কুমার গুপ্ত প্রমূখ।
এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এক দিবসীয় জেলা সম্মেলনের শুভ সূচনা করেন। জেলা সম্মেলনে বিগত ২০২২-২০২৩ বছরে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের তরফে বিভিন্ন সামাজিক কর্মসূচির খতিয়ান তুলে ধরেন জেলা সম্পাদক রমাকান্ত নাথ।
অনুষ্ঠানে জেলা কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন জেলা কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন কৌস্তভ ভট্টাচার্য ও সম্পাদক রমাকান্ত নাথ। পাশাপাশি কাঞ্চনপুর মহকুমা কমিটিও গঠন করা হয়েছে।
এদিন উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নকে আরো শক্তিশালী ও সাংগাঠনিক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সাংবাদিকতা পেশাকে বাঁচিয়ে রাখতে সত্য নিষ্ঠা ও নির্ভুল সংবাদ পরিবেশন করার আবেদন জানান।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা বলেন, সাংবাদিকদের জনগনের বন্ধু হয়ে কাজ করতে হবে। সাংবাদিক যেন জনগনের কাজে আতঙ্কের কারন হয়ে না দাঁড়ায় সেদিকে লক্ষ রাখতে হবে। সাংবাদিকের পরিবেশিত একটি সংবাদ রাজ্য সরকার থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কাছে অত্যন্ত নির্ভরশীল ও গুরুত্বপূর্ণ।
অতিথিরা আরো বলেন, সৎ নির্ভীক সাংবাদিক হতে হলে আর্থিক ভাবে স্বয়ংসম্পূর্ণতার প্রয়োজন,সেক্ষেত্রে সাংবাদিকের নিজস্ব হাউস কর্তৃপক্ষ থেকে যেন মাসিক বেতনের সুবন্দোবস্ত করা হয় সেই চেষ্টা করতে হবে।