১৯ তম ডুয়ার্স উৎসবে হচ্ছে না বাংলাদেশিদের স্টল

আলিপুরদুয়ার, ৭ ডিসেম্বর (হি.স.): আগামী ২ থেকে ১২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে ডুয়ার্স উৎসব। শনিবার মহকুমা শাসকের দফতরের কনফারেন্স হলে ডুয়ার্স উৎসব কমিটি বৈঠকে বসে। তাতে ঠিক হয়েছে, ১৯ তম ডুয়ার্স উৎসবে হবে না বাংলাদেশিদের স্টল।

প্রতি বছর ডুয়ার্স উৎসবে বাংলাদেশের ইলিশ এবং শাড়ির স্টল অংশ নেয়। তবে এবার বর্তমান পরিস্থিতির জেরে বাংলাদেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়নি। সে কারণে এবার ডুয়ার্স উৎসবে ‘ব্রাত্য’ ওপার বাংলা।

২০০৫ সালে শুরু হয় ডুয়ার্স উৎসব। চলতি বছর ১৯তম ডুয়ার্স উৎসবের আয়োজন চলছে জোরকদমে। শনিবারের বৈঠকে পদ্মাপাড়ের হিন্দু নির্যাতনের প্রসঙ্গ ওঠে। আর তার পরই সিদ্ধান্ত নেওয়া হয় এবার আর বাংলাদেশের কোনও স্টল ডুয়ার্স উৎসবে থাকবে না। বাংলাদেশের স্টল ছাড়াই এবার ডুয়ার্স উৎসবের আয়োজন করা হবে।

প্রসঙ্গত, কলকাতা বইমেলা, চলচ্চিত্র উৎসবের পর ডুয়ার্স উৎসবেও ব্রাত্য বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *