আগরতলা, ৭ ডিসেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে লালসিংমুড়া বংশীবাড়ি এলাকায় ৯৬০০০ গাঁজা গাছ ধ্বংস করলো বিশালগড় থানা পুলিশ।
লালসিং মূড়া বংশীবাড়ি এলাকায় এলাকায় সরকারি ভূমিতে ৯৬০০০ গাঁজা গাছ ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান। গাঁজা কারবারীরা সরকারি ভুমি দখল করে এই গাঁজা বাগান তৈরি করে।
বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে গাঁজা বাগান ধ্বংস অভিযানে নামেন ।সিপাহীজলা জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে এ গাঁজা বাগান ধ্বংস অভিযান।