আগরতলা, ৬ ডিসেম্বর : বাংলাদেশে অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাস পরিষেবায় দারুণভাবে প্রভাব পড়েছে। আজ বাংলাদেশ থেকে যাত্রী শূণ্য বাস আগরতলায় এসেছে। আগামীকাল আগরতলা থেকে ঢাকা যাওয়ার জন্য এখন পর্যন্ত ২০ জন টিকিট কেটেছেন। তাদের মধ্যে ১৪ জন ভারতীয় এবং ছয়জন বাংলাদেশী রয়েছেন।
বাংলাদেশে গণঅভ্যুত্থানে বর্তমানে ওই দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে, দুই দেশের মধ্যে সম্পর্কে উষ্ণতা বেড়েছে। বাংলাদেশের অর্ন্তবতীকালীন সরকারের শাসনামলে প্রতিনিয়ত সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠছে। ফলে, ত্রিপুরা থেকে কলকাতার মধ্যবর্তী বাস পরিষেবায় কিছুটা ভাটা পড়েছে। আগামীকাল আগরতলা থেকে ঢাকা যাওয়া জন্য আন্তর্জাতিক বাস সার্ভিসের শ্যামলী পরিবহনের বাসটিতে এখন পর্যন্ত মাত্র ২০ জন টিকিট কেটেছেন।
প্রসঙ্গত, আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতাগামী শ্যামলী পরিবহনের বাস মঙ্গলবার ও শনিবার অর্থাৎ সপ্তাহে দুই দিন যাতায়াত করে। গত সপ্তাহ থেকে যাত্রীদের সংখ্যা অনেকটা কম ছিল বলে জানান শ্যামলী পরিবহনের ম্যানেজার বিকাশ চক্রবর্তী l
আজ শ্যামলী পরিবহনের ম্যানেজার বিকাশ চক্রবর্তী বলেন, আগামীকাল শ্যামলী পরিবহনের বাস আগরতলা থেকে বাংলাদেশ যাবে। কিন্তু বাসটিতে এখন পর্যন্ত মাত্র ২০ জন টিকিট কেটেছেন। এখন পর্যন্ত ২০ জন টিকিট কেটেছেন। তাদের মধ্যে ১৪ জন ভারতীয় এবং ছয়জন বাংলাদেশী রয়েছেন।