মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.): নিরাপত্তা বলয় ভেঙে মুম্বইয়ে সলমন খানের শুটিংয়ের সেটে ঢোকার চেষ্টা করল এক ব্যক্তি ৷ বাধা পেতেই লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি দিয়ে বসে ওই ব্যক্তি ৷ এই ঘটনায় শুটিং সেটে আতঙ্ক ছড়ায়৷ কারণ, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং সলমন খান৷
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সতীশ বর্মা। বুধবার রাতে সলমনের শুটিং এর জায়গায় ওই ব্যক্তি জোর করে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দিলে ওই ব্যক্তি বলে, আমি কি লরেন্সকে ডাকবো নাকি ৷ এরপরই সলমন খানের নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেয়৷ এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।