জম্মু, ৫ ডিসেম্বর (হি.স.): বুধবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে গুলি চালায় জওয়ানরা। বৃহস্পতিবার ভোরেই সেখানে তল্লাশি অভিযান শুরু করে দেয় নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার সেনা আধিকারিকরা জানান, যেসব স্থান দিয়ে অনুপ্রবেশের সম্ভাবনা, সেখানে পাহারা দিচ্ছিল সেনারা। সেখানেই কিছু সন্দেহজনক গতিবিধি তাদের নজরে আসে। দেখতে পেয়েই কয়েক রাউন্ড গুলি চালায় জওয়ানরা। যদিও সেনাবাহিনীর গুলিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে। সেনা আধিকারিকরা জানিয়েছেন, সন্দেহজনক এলাকার চারপাশ ঘিরে ফেলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তল্লাশি অভিযান শুরু হয়, তা অব্যাহত বলে জানা যাচ্ছে।

