নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি। বৃহস্পতিবার দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছেন। আচমকা কেন এই সিদ্ধান্ত তা জানা যায়নি। গোয়েলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেছেন, “আমি রাম নিবাস গোয়েলকে অনেক সম্মান করি। সে আমার খুব কাছের মানুষ। আমাদের দল তাঁকে ‘পিতামহ’ হিসেবে দেখে। আমাদের যখনই প্রয়োজন ছিল, তখনই আমরা তাঁর নির্দেশনা নিয়েছি। আমি কয়েকদিন আগে তাঁর চিঠি পেয়েছি, তাঁকে নিজের মন পরিবর্তন করতে অনুরোধ করেছি। তিনি বলেছিলেন, তাঁর এখন বেশ বয়স হয়েছে এবং তাঁর স্বাস্থ্যও খারাপ হচ্ছে। তাই তিনি দলের সঙ্গে থাকবেন, প্রচারণাও করবেন, সময় সময় পথপ্রদর্শনও করবেন, তবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি।”
2024-12-05