বহিরাজ্যের অপহৃত গৃহবধূকে উদ্ধার করতে অসহযোগী পুলিশ, থানা ঘেরাও করার হুশিয়ারি রাজনগর সামাজিক সংস্থার

আগরতলা, ৫ ডিসেম্বর : অপহৃত গৃহবধূকে উদ্ধার করতে পুলিশ সহযোগিতা না করলে ডিজিপি অফিস ঘেরাও করার হুশিয়ারি দিলেন রাজনগর সামাজিক সংস্থার সদস্যরা।

শিলচর থেকে অপহরণ করে এক গৃহবধূকে আগরতলায় আটকে রাখার অভিযোগ উঠছে স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তারের বিরুদ্ধে। গৃহবধূর পরিবার শিলচর থেকে ছুটে আসে মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু পুলিশের সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত রাজনগর সামাজিক সংস্থার দ্বারস্থ হয় তারা। সংস্থার সদস্যরা ওই পরিবারকে নিয়ে পশ্চিম মহিলা থানায় আসে মেয়েটিকে উদ্ধার করার আবেদন নিয়ে।

প্রসঙ্গত, অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে রাজনগর এলাকার স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তারকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছিল। রাজনগর, জয়পুর, দক্ষিণ জয়নগর এই তিন গ্রামের লোক মিলে সালিসি সভা করে জেসমিনের বাড়িতে হানা দেয়। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় নেশা সামগ্রী সহ বহিরাগত ৩ যুবক ও ১ মহিলাকে। জেসমিনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ না থাকায় পুলিশ জেসমিনকে সেদিন রাতেই ছেড়ে দেয়।

থানা থেকে বাড়ি ফিরে জেসমিন পুনরায় বহিরাগত সাঙ্গ পাঙ্গদের নিয়ে এলাকার মহিলাদের গালাগাল শুরু করে দেয়। পরবর্তী সময়ে রাজনগর সামাজিক সংস্থা সদর এসডিপিও-র নিকট জেসমিন আক্তারকে এলাকা থেকে উচ্ছেদ করার জন্য আইনি সহযোগিতা চেয়ে ডেপুটেশন প্রদান করে।

এদিকে সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর শিলচর থেকে ছুটে আসে অপহৃত গৃহবধূ পরিবার। কিন্তু নিজের মেয়েকে উদ্ধারে পুলিশের সহযোগিতা না পেয়ে তারা রাজনগর সামাজিক সংস্থার কাছে ছুটে যায়। ক্লাবের সদস্যরা আজ মহিলা থানায় গিয়ে গৃহবধূকে উদ্ধার করার জন্য আবেদন জানায়। পুলিশ সহযোগিতা না করলে আগামীদিনে ডিজিপি অফিস ঘেরাও করার হুশিয়ারি দেয় সংস্থার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *