আগরতলা, ৫ ডিসেম্বর : ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১৪ তারিখ সরস মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আজ মেলার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম জেলা শাসক কনফারেন্স হলে বিধায়িকা মিনা রানী সরকারের উপস্থিতিতে এই প্রস্তুতি বৈঠক আয়োজিত হয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এই বছরেও হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরস মেলা। ডিসেম্বর মাসের ১৪ তারিখ থেকে ২৬ তারিখ অবধি এই মেলা উদযাপন হবে।
এদিকে, পশ্চিম জেলা শাসক কনফারেন্স হলে এক বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ জেলাশাসক ও বিধায়িকা মিনা রানী সরকারের উপস্থিতিতে মেলার আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে।
এই বৈঠকে মেলার পরিচালনা পদ্ধতি এবং আনুষঙ্গিক সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন বিধায়িকা মিনা রানি সরকার।

