আগরতলা, ৫ ডিসেম্বর: আজ সকালে বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও রাবার বোঝাই লরির সংঘর্ষ ঘটে। তাতে লরি চালক অল্পবিস্তর আহত হয়েছেন। ওই ঘটনায় জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় রাস্তার পাশে একটি বাস দাঁড় করিয়ে যাত্রী উঠেছিল। ওই সময় রাবার বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটিকে। সাথে সাথে লরি চালক অল্পবিস্তর আহত হয়েছে। ওই দূর্ঘটনায় জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

