নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়নের বিষয়ে দিল্লির জনসাধারণের মতামত জানতে দিল্লিতে সই সংগ্রহ অভিযান শুরু করলো বিজেপি। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “আয়ুষ্মান ভারত প্রকল্প হল প্রধানমন্ত্রীর এমন একটি প্রকল্প, যে প্রকল্পের জন্য দেশের কোটি কোটি মানুষ সুবিধা পাচ্ছেন। দুর্ভাগ্যবশত, দিল্লিতে এএপি এই স্কিমটিকে কার্যকর হতে দিচ্ছে না। আমরা আদালতেও গিয়েছিলাম, শুনানি চলছে। আমরা চাই দিল্লির মানুষ এই স্কিমের সুবিধা পান, আমরা একটি সই সংগ্রহ অভিযান চালু করেছি, যার মাধ্যমে আমরা দিল্লির মানুষের কাছে যাচ্ছি, তাদের এর উপকারিতা ব্যাখ্যা করা হচ্ছে।”
2024-12-05