আগরতলা, ৫ ডিসেম্বর : গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে বিশালগড় থানার পুলিশ। গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। এদিন প্রায় ৮২০০০ গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।
জানা গিয়েছে, আজ সকালে গজারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়েছে। গাঁজা কারবারীরা সরকারি জায়গা দখল করে গাঁজা বাগান তৈরি করেন।
জানা যায়, প্রত্যেক বছর এই শীতের মৌসুমে গাঁজা কারবারীরা গভীর থেকে গভীর জঙ্গলে সরকারি ভূমি দখল করে এই গাঁজা বাগান গুলি তৈরি করেন। ওই অভিযানে প্রায় ৮২০০০ গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।