অভিজিৎ রায় চৌধুরী
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর: বাংলাদেশে ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও হিন্দুদের উপর হামলার ঘটনায় আজ সংসদে বিজেপি সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন।
এদিন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী জোর গলায় বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি কেবল একটি বৈদেশিক বিষয়াবলী নয় বরং হিন্দুর অহংকারের বিষয়। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ভগবান কৃষ্ণের ভক্ত এবং ইসকনের একজন অনুসারী ছিলেন। মথুরা শ্রী কৃষ্ণের জন্মভূমি। তাই ওই কৃষ্ণ ভক্তের বিপদ হেমা মালিনীর জন্য খুবই ব্যক্তিগত বিষয়। পাশাপাশি, সংসদে মালিনী বাংলাদেশে উগ্রবাদীদের থেকে হিন্দুদের ক্রমবর্ধমান হুমকির কথাও তুলে ধরেন। সেখানে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এদিকে, কামাখ্যা থেকে বিজেপি সাংসদ দিলীপ সাইকিয়াও বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের প্রতি আচরণের নিন্দা করেছেন। শুধু তাই নয়, মধ্যপ্রদেশে মহাকালীর মন্দির শহর উজ্জয়ন বিজেপি সাংসদ অনুরূপ শিরায় বাংলাদেশে হিন্দু নিপীড়নের বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন। তিনি ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।