ঢাকা, ৪ ডিসেম্বর(হি.স.) : ভারত-বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৫ সালে নির্ধারিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সব টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। যার ফলে ফেব্রুয়ারি ২০২৫এ বাংলাদেশে অনুষ্ঠিতব্য সাফ মহিলা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের খেলা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাতে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেছেন, ‘আমাদের কিছু সিডিউল এএফসির সঙ্গে সমন্বয় করতে হবে। এএফসি ২০২৫ সালের ক্যালেন্ডার পুননির্ধারণ করার পর আমরা সাফের খেলাগুলোর তারিখ আবার নির্ধারণ করব। তাই আমরা আগামী বছরের নির্ধারিত সব টুর্নামেন্ট স্থগিত করেছি।’