BRAKING NEWS

প্রয়াগরাজে কুম্ভমেলার প্রস্তুতি তুঙ্গে, তৈরি করা হচ্ছে তাঁবু ও কুটির

প্রয়াগরাজ, ৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা ২০২৫-এর প্রস্তুতি এখন তুঙ্গে। তৈরি করা হচ্ছে তাঁবু ও কুটির। ইতিমধ্যেই অনেক তাঁবু ও কুটির তৈরি করা হয়েছে। প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চাইছে না প্রশাসন। এডিএম মেলা বিবেক চতুর্বেদী বলেছেন, “টেন্ট সিটির ধারণাটি শুরু হয়েছিল কুম্ভ মেলায়। আরাইলে, আমাদের তাঁবুর শহর আসবে, সেখানে ২০০০টি তাঁবু থাকবে।”

তিনি আরও জানিয়েছেন,”মানুষজন এর জন্য বুকিং করতে পারবেন। তা ছাড়া, অন্যান্য সেক্টরেও আমরা ৪০০টি তাঁবুর একটি তাঁবুর শহর নিয়ে আসছি। তাঁবুর নগরীর ভেতরে ৫-স্টারের মতো সব সুযোগ-সুবিধা থাকবে। যারা এখানে আসছেন তাঁরা বুকিং করতে পারবেন, সমস্ত সুযোগ সুবিধা নিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *