শ্রীনগর, ২ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর। শ্রীনগর থেকে লেহ, সর্বত্রই জমজমাট ঠান্ডা। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন মূলত মেঘলা আবহাওয়া থাকবে জম্মু ও কাশ্মীরে। এই সময়ে সমতলে বৃষ্টি ও উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ২ ডিসেম্বর সন্ধ্যা থেকে ৩ ডিসেম্বর সকালের মধ্যে জম্মু ও কাশ্মীরে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ৪-৭ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এরপর ৮ ডিসেম্বর ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৮ ডিসেম্বর সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হতে পারে। এরপর ফের ৯-১২ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে শুষ্ক।