মিলান, ২ ডিসেম্বর (হি.স.): ইতালিয়ান লিগ সিরি আ’তে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল ফিওরেন্টিনা ও ইন্টার মিলান। ম্যাচের ১৬ মিনিটেই ঘটে গেল এক অঘটন। সেই সময় ফিওরেন্টিনার ফুটবলার এডোয়ার্ডো বোভে
মাঠে লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফিওরেন্টিনার এই ইতালিয়ান ফুটবলার এডোয়ার্ডো বোভে ১৬ মিনিটে জুতার লেস ঠিক করার সময় মাঠে হঠাৎ লুটিয়ে পড়েন। মাঠে পড়ে যাওয়া পরই দুই দলের সব ফুটবলার তাঁর দিকে ছুটে যায়। ফিজিওরা এবং মেডিকেল টিম দ্রুত মাঠে পৌঁছে বোভোর চিকিৎসা শুরু করেন। এই সময়
উভয় দলের খেলোয়াড়দের চোখের জল ফেলতে দেখা যায়।
মাঠে প্রাথমিক চিকিৎসার পর বোভেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে বোভেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনায় ফুটবল বিশ্ব শোকাহত। বোভের দ্রুত সুস্থতা কামনা করেছেন সবাই।

