নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : ৬২-তম রাজ্য দিবস উপলক্ষ্যে নাগাল্যান্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন উন্নয়নের পরিপ্রেক্ষিতে নাগাল্যান্ডের অগ্রগতির প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন। আজ ১ ডিসেম্বর রাষ্ট্রপতি মুর্মু তাঁর মাইক্রোব্লগিং সাইট এক্স-এ রাজ্যের অগ্রগতিকে ‘প্রশংসনীয়’ বলে বর্ণনা করেছেন৷ রাষ্ট্রপতি লিখেছেন, ‘রাজ্য প্রতিষ্ঠা দিবসে নাগাল্যান্ডের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। উদ্ভিদ ও প্রাণীজগতের ঐতিহ্যে সমৃদ্ধ নাগাল্যান্ড বীরত্বের দেশও। বিভিন্ন উন্নয়নের প্যারামিটারে নাগাল্যান্ডের অগ্রগতি প্রশংসনীয়। শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং প্রগতিশীল ভবিষ্যতের জন্য এই সুন্দর রাজ্যের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা।’
এছাড়া নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী নাগাল্যান্ডের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরে বলেন, ‘নাগাল্যান্ডের জনগণকে তাঁদের রাজ্য দিবসে শুভেচ্ছা। নাগাল্যান্ড তার সমৃদ্ধ সংস্কৃতি এবং অভূতপূর্ব প্রকৃতির জন্য ব্যাপক প্রশংসিত। নাগা সংস্কৃতি তার কর্তব্য এবং সহানুভূতির চেতনার জন্য পরিচিত। আগামীদিনে নাগাল্যান্ডের ক্রমাগত উন্নতির জন্য প্রার্থনা করছি।’
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগাল্যান্ড দিবসে শুভেচ্ছা জানিয়ে তাঁর এক্স হ্যান্ডলে বলেছেন, নাগাল্যান্ড একটি গৌরবময় সংস্কৃতি এবং আশীর্বাদপুষ্ট ঐতিহ্যে পরিপূর্ণ। তিনি লিখেছেন, ‘নাগাল্যান্ড দিবসে আমাদের নাগা বোন ও ভাইদের উষ্ণ শুভেচ্ছা। একটি গৌরবময় সংস্কৃতি ও আশীর্বাদপুষ্ট ঐতিহ্যে পরিপূর্ণ রাজ্য নাগাল্যান্ড। নাগাল্যান্ড হলো ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক টেপেস্ট্রিতে আমাদের বৈচিত্র্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও জি-এর নেতৃত্বে রাজ্য উন্নয়নের শিখরে যাক, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি।’
উল্লেখ্য, ১৯৬৩ সালের ১ ডিসেম্বর অসম থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক পূর্ণরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিষ্টান অধ্যুষিত নাগাল্যান্ড।