BRAKING NEWS

ভারতের পতাকাকে পায়ে মাড়ানোয় তোপ তসলিমার

কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.): ভারতের তেরঙ্গাকে পদতলে রেখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের একাংশের বিরোধিতার প্রতিবাদ জানালেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

ওপার বাংলার উত্তপ্ত পরিবেশ, হিন্দু হত্যার নিয়ে প্রথম থেকেই ইউনুসের বিরুদ্ধে তোপ দেগেছেন তসলিমা। এ কেমন অবমাননার চিত্র? যে পড়শি দেশ আপদে-বিপদে পাশে থেকেছে, তাকেই এহেন অসম্মান! ভারতীয় পতাকার অবমাননার ঘটনায়, প্রতিবেশী দেশের মানমর্যাদার প্রতীককে পদতলে রেখে এহেন নির্লজ্জ কর্মকাণ্ডের নিন্দায় ঝাঁঝালো প্রতিবাদ জানালেন সাহিত্যিক। তাঁর কথায়, বিশ্বের কোনও পতাকাকে কোনও সুস্থ মস্তিস্কসম্পন্ন মানুষ অবমাননা করে না।

শুক্রবার রাতে তিনি ফেসবুকে লিখেছেন, “বিশ্বের কোনও পতাকাকে কোনও সুস্থ মস্তিস্কসম্পন্ন মানুষ অবমাননা করে না। আমি বিশ্বের প্রতিটি পতাকাকে সম্মান করি, প্রতিটি দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে আমি উঠে দাঁড়াই। পাকিস্তান যে এত আমাদের শত্রু দেশ, আমি পাকিস্তানের পতাকাকেও পোড়াবো না, পায়ে মাড়াবো না। বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ভারতের পতাকাকে পায়ে মাড়িয়ে যে সুখ পাচ্ছে, সে সুখ বিকৃত সুখ। যে মস্তিস্কে ঘৃণা থিকথিক করে, সে মস্তিস্ক অসুস্থ মস্তিস্ক। দুঃখ এই, বাংলাদেশ নামের দেশটি অসুস্থ অশিক্ষিত অপ্রকৃতিস্থ লোকের দেশ হয়ে উঠছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *