অমৃতসর, ৩০ নভেম্বর (হি.স.): গত ২৬ নভেম্বর আমরণ অনশনে শুরু করেছিলেন, আর শনিবার অনশন ভঙ্গ করলেন কৃষক নেতা সুরজিৎ সিং হারদো ঝান্ডা। এদিন বিকেলে ডাবের জল খেয়ে অনশন ভঙ্গ করেছেন কৃষক নেতা সুরজিৎ সিং হারদো ঝান্ডা। গত ২৬ নভেম্বর থেকে পঞ্জাবের খানাউরী সীমানায় অংশ শুরু করেন তিনি।
অনশন প্রত্যাহার করার পর তিনি বলেন, “আমি অনশন ছাড়িনি। আমি শুধু তা পিছিয়ে দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এক সময়ে, মাত্র একজন স্বেচ্ছাসেবক অনশনে বসবেন। সিদ্ধান্ত হয়েছিল যে জগজিৎ সিং ডালেওয়াল। ২৬ নভেম্বর থেকে জগজিৎ সিং ডালেওয়াল অনশনে বসবেন বলে ঠিক করা হয়েছিল। কিন্তু তাকে ভোর ৩টায় গ্রেফতার করা হয় এবং আমি সেবা করার সুযোগ পাই। আজ আমাকে ফোরামের সিদ্ধান্ত (ছাড়তে) মানতে হয়েছে। কিন্তু আমি আমার জীবন হারানোর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি, যখনই আমাকে সমাজের প্রয়োজন হবে তখনই আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।”