আগরতলা, ৩০ নভেম্বর : ভারতে বাংলাদেশী নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধের অনুরোধ জানিয়েছেন প্রাণী বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মূলত বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অপমানের ঘটনায় এভাবেই গর্জে উঠেছেন তিনি। এদিকে বাংলাদেশী নাগরিকদের চিকিৎসা পরিসেবা বন্ধের দাবিতে বিক্ষোভকে ঘিরে আগরতলায় একটি বেসরকারি হাসপাতাল ওই দাবিকে সমর্থক জানিয়েছে। তারা বাংলাদেশী নাগরিকদের চিকিৎসা পরিসেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি লিখেছেন,
যে অশিক্ষিত বর্বর মাদ্রাসা ছাপ জিহাদীরা আমার দেশের জাতীয় পতাকার অসম্মান করেছে, সেই দেশের জিহাদীরা আমাদের দেশে এসে চিকিৎসা পরিসেবা থেকে শুরু করে সব রকমের পরিসেবা নিচ্ছে।
তিনি বিশ্বাস করেন, যারা ভারত মাতার সুসন্তান তাঁরা অবিলম্বে এই জিহাদিদের চিকিৎসা ও অন্যান্য পরিসেবা দেওয়া বন্ধ করবেন।
তিনি বিনীত ভাবে সমস্ত ডাক্তারদের কাছে অনুরোধ করেছেন, এই অমানবিকতার বিরুদ্ধে আপনারাও দায়িত্ব নিন ও দেশের জাতীয় পতাকার অপমানের বিরুদ্ধে গর্জে উঠুন।
প্রসঙ্গত, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর ক্রমাগত অত্যাচার, হিন্দু সন্ন্যাসীদের গ্রেপ্তার এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার বিষয়গুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। ওইসব ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী সুধাংশু জিহাদিদের প্রতি চিকিৎসা ও অন্যান্য পরিসেবা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে রাজধানী আগরতলায় বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করার দাবিতে আইএলএস হাসপাতালে বিক্ষোভ দেখানো করা হয়। বহু মানুষ এই বিক্ষোভে সামিল হন এবং চিকিৎসা বন্ধের দাবিতে স্লোগান দিয়েছেন।
সাংবাদিকের মুখোমুখি হয়ে তাঁরা একরাশ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, আগামীতে তাঁরা জিবি হাসপাতালে একই দাবি নিয়ে যাবেন। এইভাবে নিজ দেশের পতাকার অবমাননার বিষয়টি তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না।
জনগণের দাবিতে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চরম আক্রমনের প্রতিবাদে আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশী রোগীদের চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।