ক্যানবেরা, ৩০ নভেম্বর (হি.স.): শনিবার ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের
ছিল দিন-রাতের টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। প্রস্তুতিতে ধাক্কা ভারতের।
সকাল থেকেই ক্যানবেরায় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল থেকেই মাঝেমধ্যে হয়েছে বৃষ্টি। পরের দিকে কিছুটা বৃষ্টি কমলেও ম্যাচ শুরু করার মতো পরিস্থিতি ছিল না। আম্পায়াররা মাঠে নেমে পরিদর্শন করেন। অবশেষে প্রথম দিনের ম্যাচ বাতিল করে দেওয়া হয়।
রবিবার ফের মানুকা ওভালে নামবে দুটি দলই। তবে ৫০ ওভারের ম্যাচ। দুই দলই খেলতে রাজি হয়েছে। তাতে অবশ্য ভারত কিছুটা প্রস্তুতি সেরে নিতে পারবে । সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯.১০ মিনিটে। টস হবে সকাল ৮.৪০-এ।