BRAKING NEWS

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ ১২ দাবিতে শহরে বিক্ষোভ মিছিল কৃষক-শ্রমিকদের

আগরতলা, ২৬ নভেম্বর: ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ ১২ দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। এদিনের ওরিয়েন্ট চৌমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সংযুক্ত কিসের মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহের নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবিত্র কর বলেন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা যৌথ উদ্যোগে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, ৪ শ্রমকোড বাতিল, রেগায় ৬০০ টাকা মজুরি, দ্রব্যমূল্য হ্রাস, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সহ ১২ দফা দাবিতে দেশব্যাপী মোদী সরকারকে ‘সতর্ক করতে রাজ্যে রাজ্যে আন্দোলনে সামিল হয়েছেন নেতৃত্বরা।

তাঁর কথায়, তিনটি কৃষক আইন বাতিল করার পর ও এই দাবিগুলো রয়েছে। এখনো পর্যন্ত এই দাবিগুলো মানা হয়নি। তাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা যৌথ উদ্যোগে রাজ্যে রাজ্যে আন্দোলন গড়ে তোলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *