আগরতলা, ২৭ নভেম্বর: সীমান্ত রক্ষী বাহিনীর ৬০ তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে কুঞ্জবনস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ৬৮ জন ছাত্র ছাত্রী সোনামুড়ার শ্রীমন্তপুর চেকপোস্ট এবং এনসি নগর বিওপিতে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছে।
প্রথমে তারা শ্রীমন্তপুর ল্যান্ড পোর্টে বিএসএফ ৮১ নং বাহিনী এবং ল্যাম্প পোর্ট অথরিটির সদস্যদের দ্বারা সীমান্তে আসা-যাওয়া এবং সীমান্ত সুরক্ষা বিষয়ে অবগত হন। সেখান থেকে তাদের ভারত বাংলা চেকপোস্টের শুন্য গোজে নিয়ে যাওয়া হয় সম্পূর্ণ বিষয়গুলি তাদের পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেন বিএসএফ কর্তৃপক্ষ সেখানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিজিবি জওয়ানদের সংগেও কথা বলে তারা।
বিএসএফের পক্ষে ছিলেন বাহিনীর ডেপুটি কোম্পানি কমান্ডেন্ট বিকাশ কুমার যাদব। সীমন্তপুর চেক পোস্ট পরিদর্শনের পর তারা চলে আসে আনশীনগর বিওপিতে সেখানে সীমান্ত বাহিনী কর্তৃক প্রদর্শিত হয় অস্ত্র প্রদর্শনী, সেখানে উপস্থিত ছিলেন অ্যান্ড শ্রীনগর বিওপির কোম্পানি কমান্ডেন্ট সুনীল বোড়া।
এই ধরনের প্রদর্শনী এবং চেকপোস্ট প্রদর্শন করে খুশি ব্যক্ত করেন কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া, পাশাপাশি এই শিক্ষামূলক ভ্রমণ বিষয়ে জানান কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আসা এক শিক্ষিকা। সীমান্ত রক্ষী বাহিনীর এই ধরনের উদ্যোগের বিষয়ে জানান ডেপুটি কোম্পানি কমান্ডেন্ট বিকাশ কুমার যাদব।