লেম্বুছড়া, ২৬ নভেম্বর: কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসর আজ সংবিধান দিবস অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে উদযাপিত করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অলক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের নির্দেশক অধ্যাপক প্রভাত কুমার মহাপাত্র মহোদয় উক্ত অনুষ্ঠানের অধ্যক্ষতা করেন।
উভয় অনুষ্ঠানে শিক্ষার্থী এবং শিক্ষক- কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ পরিলক্ষিত হয়। আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর বৈদিক ও লৌকিক মঙ্গলাচরণ পাঠ করা হয়। অধ্যাপক প্রভাত কুমার মহাপাত্র তাঁর বক্তব্যে, সংবিধান দিবসের তাৎপর্য এবং ভারতীয় সংবিধানে নিহিত মূল্যবোধের উপর জোর দিয়েছেন তার পাশাপাশি তিনি ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের নীতিগুলিকে সমুন্নত রাখার জন্য সকলকে আহ্বান জানান।
অধ্যাপক অলক ভট্টাচার্য তাঁর বক্তব্যে প্রগতিশীল সমাজ গঠনে সাংবিধানিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
তিনি তরুণদের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টার প্রশংসা করেন৷ সংবিধান দিবসে উপস্থিত প্রধান অতিথি, অধ্যক্ষ এবং সমস্ত অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে৷
আরেকটি উল্লেখযোগ্য অনুষ্ঠানে, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে, ১৫ই নভেম্বর থেকে ২৬শে নভেম্বর, ২০২৪ পর্যন্ত জনজাতীয় গৌরব দিবস উদযাপন করেছে, যা আদিবাসী কৃষ্টি, ঐতিহ্য এবং সাংস্কৃতিক সংরক্ষণের প্রতি অঙ্গীকারবদ্ধ। এরই অন্তর্গত ১৭-১১-২০২৪ তারিখে একটি পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান প্রতিপালিত হয়।
এছাড়াও, ১৮-১১-২০২৪ তারিখে পরিসরে জনজাতীয় খাদ্য উৎসবের আয়োজন করা হয় যাতে সকল কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এর সমাপনী সমারোহ ২৬-১১-২০২৪ তারিখে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সিং ক্রাকসান্টুয়া জামাতিয়া এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং একলব্য পরিসরের নির্দেশক অধ্যাপক প্রভাত কুমার মহাপাত্র মহোদয় অধ্যক্ষতা করেন। পরিসরের ছাত্র-ছাত্রীরা এবং কর্মচারীরাও সক্রিয়ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মুখ্য অতিথি ড. সিং ক্রাকসান্টুয়া জামাতিয়া আধুনিক পরিবেশগত অনুশীলনের সাথে আদিবাসী ঐতিহ্যের সংমিশ্রণের গুরুত্ব তাঁর বক্তব্যে তুলে ধরেন।
সমাপন সমারোহে অধ্যাপক প্রভাত কুমার মহাপাত্র মহোদয় উপজাতি সংস্কৃতি, সংরক্ষণ ও প্রচারে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার উপর গুরুত্ব দেন। তিনি এমন একটি অর্থবহ অনুষ্ঠানের আয়োজনে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রচেষ্টাকে সাধুবাদ জানান।অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপন হয়। এই দুটি অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন শিক্ষাশাস্ত্র বিভাগের সহকারী অধ্যাপক ড. নন্দদুলাল মন্ডল, এবং কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপিকা পারভিন দেববর্মা।