কৈলাসহরে জেলাভিত্তিক আশা কর্মীদের ও আশা ফেসিলেটরদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ নভেম্বর:
ঊনকোটি কলাক্ষেত্র জেলাভিত্তিক আশা কর্মীদের ও আশা ফেসিলেটরদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্র জেলাভিত্তিক আশা কর্মীদের ও আশা ফেসিলেটরদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়।

উক্ত অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন চপলা দেবরায়, আশা কো অর্ডিনেটর ডক্টর অয়ন রায়। প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর জেলার মোট পাঁচজন আশাকর্মীকে ও তিনজন আশা ফেসিলেটর কর্মীকে মানপত্র ও তিন হাজার টাকা এর চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। এই মহতী অনুষ্ঠানে শতাধিক আশাকর্মী ও আশা ফ্যাসিলেটর উপস্থিত ছিলেন।

আজকের সব বক্তাই তাদের বক্তব্যে আশা কর্মীদের ভুয়সি প্রশংসা করেন। কিন্তু পরিতাপের বিষয় আশা কর্মীদের কোনো বেতন বা ভাতা দেওয়া হয় না, যে অনারিয়াম দেওয়া হয় তাও অনেক কম, তথাপি আশা কর্মীরা, নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন।