BRAKING NEWS

টাকার বিনিময়ে চাকরির অভিযোগ, প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা

আগরতলা, ২৬ নভেম্বর: চাকরির দাবিতে বেজিমারা ২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল জায়গার মালিক সফিকুর রহমান। তাঁর অভিযোগ, টাকার বিনিময়ে অঙ্গওয়াড়ি কেন্দ্রে চাকরি দেওয়া হচ্ছে।

এবিষয়ে সফিকুর রহমানের বলেন, ১৯৯১ সাল থেকে তাদের জায়গাতেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেটি। এত বছর তাদের বাড়িতে যোগ্য প্রার্থী না থাকায় চাকরি পায়নি কেউই। বর্তমানে অবসর নিয়েছে আগেকার দিদিমনি। বর্তমানে স্কুলে দিদিমনি শূন্য। তার মধ্য বেজিমারা এলাকা থেকে ছয় জন চাকরি জন্য ইন্টারভিউতে বসেছে।

কৃষক সফিকুর রহমানের দাবি, তাদের পরিবার চাকরি না দিয়ে টাকা বিনিময়ে অন্য কাউকে চাকরি দেওয়ার পরিকল্পনা চলছে। এই খবর শুনতে পেয়ে মঙ্গলবার সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেয় জায়গা মালিক সফিকুর রহমান। চাকরি না মিললে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে রাখবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *