আগরতলা, ২৬ নভেম্বর : গোলাপ বাগান এলাকা থেকে ব্রাউন সুগার ও একটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানা পুলিশ। সাথে ৪ যুবক সহ এক মহিলাকে আটক করা হয়েছে। আজ আটক সকলেই আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসডিপিও দেবপ্রসাদ রায়।
ঘটনা সম্পর্কে এসডিপিও জানিয়েছেন, আজ সকালে পূর্ব থানার ওসি গোপন সূত্রে গোলাপ বাগানে ড্রাগ বিক্রির খবর পেয়ে পুলিশের টিম পাঠানো হয়। এই অভিযানে ওই এলাকায় থেকে ব্রাউন সুগার ও বাইক সহ ৪ যুবক সহ এক মহিলাকে আটক করা হয়েছে। তাঁদের নাম রাজেশ দেবনাথ, বিশ্বজিৎ মজুমদার, জয়দেব দাস, ওসমান মিঞা এবং উমা মালাকার(মহিলা)।
তিনি আরো বলেন, উমা মালাকার চায়ের দোকানের আড়ালে ব্রাউন সুগার বিক্রি করছিলেন। ঘটনায় থেকে আটক যুবকদের কয়েকজন সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদে পলাতকদের শনাক্ত করা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে গ্রেফতার করা হবে বলে জানান এসডিপিও।