বক্সনগর প্রতিনিধি, ২৫ নভেম্বর : গোটা ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পাঁচার বাণিজ্য জোড়দার ভাবে চলছে। সীমান্তে নিরাপত্তা রক্ষীদের মধ্যে এই নিয়ে কোনো তৎপরতায় নেই। প্রশাসনেরও এই পাচার বাণিজ্যের বিরুদ্ধে কোনো জোরদার পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ।
গোপন সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতে বিভিন্ন জিনিস বাংলাদেশে পাঁচার করা হচ্ছে। প্রতিটি সীমান্তে দালাল চক্র রয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে হাত রয়েছে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের কমিশন বাণিজ্য, এমনটাই অভিযোগ করেছেন সাধারণ জনগণ। এসব নিয়ে প্রশ্ন তুললে সীমান্ত সুরক্ষা বাহিনীর মুখেকুলুপ এটে বসে থাকেন বলে অভিযোগ উঠছে।
প্রসঙ্গত, গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পাঁচার বাণিজ্য জোড়দার ভাবে চলছে। এপার ওপার বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সোনামুড়া মহকুমাস্থিত সীমান্তবর্তী এলাকা। অন্যদিকে বক্সনগর বিধানসভার সীমান্তবর্তী গ্রামগুলির মধ্যে পাচার বাণিজ্যের অন্যতম হলো পুটিয়া, রহিমপুর, বক্সনগর, কলসীমুড়া, উত্তর কলম চৌড়া, কমলনগর, আনন্দপুর প্রমুখ এলাকাগুলো। বক্সনগর সীমান্তের ওই এলাকাগুলো দিয়ে প্রতিনিয়ত পাচার বাণিজ্য চলছে। চাল, চিনি, মাদকা,আতশবাজি কসমেটিক, অনুপ্রবেশ, নেশা পাচার, রোহিঙ্গা, মানব পাচার, ইয়াবা গাঁজা, ক্রিস্টাল মেথামফেটামিন ইত্যাদির মত জিনিসপত্র প্রায় রোজই এপার ওপার হচ্ছে।
সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফ জওয়ান পাহারায় রয়েছে। মাঝেমধ্যে পাচার বাণিজ্যের বিরুদ্ধে জোয়ানদের অভিযান সফল হলেও, এই বিষয়টি রুখতে সীমান্ত সুরক্ষা বাহিনীর বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। ফলে পাচার বাণিজ্যের প্রসার ঘটেছে। এক্ষেত্রে প্রশাসনের উদ্যোগে সীমান্তে নিরাপত্তা রক্ষীদের তৎপরতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে দাবি সাধারণ জনগণের।