আগরতলা, ২৪ নভেম্বর : নিয়োগের দাবিতে ২০২২ সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির ঘেরাও করে। রবিবার রাজধানী আগরতলায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার দাবিতে এই পদক্ষেপ নিয়েছে তারা।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে টেট উত্তীর্ণদের চাকরিতে নিয়োগের কোনো উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার। এই নিয়ে বহুবার ক্ষোভ প্রকাশ করেছে টেট উত্তীর্ণরা। বহুবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করলেও কোনো ফল হয় নি।
২০২২ সালে টেট উত্তীর্ণ প্রায় তিন শতাধিক যুবক এখনো বেকার। কর্মসংস্থানে জন্য অপেক্ষা করছেন তারা। কিন্তু এই অপেক্ষা যেন এই শেষ হচ্ছে না। বিভিন্ন দপ্তরে ঘোরপাক খেতে হচ্ছে তাদের।
আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে টেট উত্তীর্ণরা উত্তেজিত হয়ে ওঠে। তাদের এই আন্দোলন এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এসে টেট উত্তীর্ণ বেকাররা একপ্রকার টেনে হিঁচড়ে গ্রেফতার করে নিয়ে যায়।