আসাম রাইফেলস ও কাস্টমস ডিপার্টমেন্টের যৌথ অভিযানে বাজেয়াপ্ত ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন

আগরতলা, ২৪ নভেম্বর : আসাম রাইফেলস ও কাস্টমস ডিপার্টমেন্টের যৌথ অভিযানে ত্রিপুরার বাধারঘাটে ১৬ কোটি মূল্যের ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করেছে। এই অভিযানটি আসাম রাইফেলসের বিরুদ্ধে লড়াইয়ে পরিচালিত সফল অপারেশনগুলির একটি সংযোজন।

ঘটনার বিবরণে জানা যায়, মাদক পাচারের বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য অভিযানে সাফল্য পেয়েছে আসাম রাইফেলস ও কাস্টমস ডিপার্টমেন্ট। আসাম রাইফেলস শুল্ক বিভাগ থেকে জানা গেছে, বাজেয়াপ্ত করা ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন এর আন্তর্জাতিক বাজারে আইসিই নামে পরিচিত।

গোপন সূত্রে খবর পেয়ে, আসাম রাইফেলস দ্রুত অভিযান শুরু করে। অভিযানে প্রচুর পরিমানে মাদকদ্রব্য জব্দ করে পরবর্তীতে শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করে।

এই অভিযান এই অঞ্চলে মাদক পাচার এবং অবৈধ চোরাচালান কার্যকলাপের বিরুদ্ধে লড়াইয়ে আসাম রাইফেলসের অটল প্রতিশ্রুতিকে তুলে ধরে।