রামগড় ও বরকাগাঁও বিধানসভা থেকে এগিয়ে এনডিএ জোটের প্রার্থীরা

রামগড়, ২৩ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ড বিধানসভা ভোটে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে রামগড় ও বারকাগাঁও বিধানসভা থেকে এগিয়ে রয়েছেন এনডিএ জোটের প্রার্থীরা৷ শনিবার রামগড় বিধানসভা থেকে আজসু প্রার্থী সুনিতা চৌধুরী দ্বিতীয় রাউন্ড গণনার শেষে ১৫২৩৩টি ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মমতা দেবী পেয়েছেন ৮২১৩টি ভোট। জেএলকেএম প্রার্থী পানেশ্বর মাহাতো পেয়েছেন ৯৮৪টি ভোট।

এদিকে বরকাগাঁও বিধানসভা থেকে বিজেপি প্রার্থী রোশন লাল চৌধুরী এখনও পর্যন্ত পেয়েছেন ১০৬৩৫টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অম্বা প্রসাদ পেয়েছেন ৭৫৫৪টি ভোট। আর জেএলকেএম প্রার্থী বলেশ্বর কুমারের ঝুলিতে ৪৩২২টি ভোট।