কালভৈরব অষ্টমীর শুভেচ্ছা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের 

ভোপাল, ২৩ নভেম্বর (হি.স.): শনিবার কালভৈরব অষ্টমী। মুখ্যমন্ত্রী ডাঃ মোহন যাদব কালভৈরব অষ্টমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ওম ভৈরাবায় নমঃ। ভগবান শ্রী কালভৈরব অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। আমি আন্তরিকভাবে প্রার্থনা করি যে শ্রী কালভৈরব জি সকলকে নেতিবাচকতা ও বিপদ থেকে রক্ষা করুন এবং সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করুন।

উল্লেখ্য, এই মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিকে ভগবান শিবের উগ্ররূপ কালভৈরব তিথি হিসেবে উল্লেখ করা হয়। কথিত, এই দিনে কালভৈরবের পূজা করলে মৃত্যুভয় দূর হয় এবং শত্রুদের বিরুদ্ধে জয়লাভ হয়।