কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গণনার প্রাথমিক প্রবণতা অনুসারে ৬টি আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের ভোটে এই ৬টি আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হয় তৃণমূল। এক মাত্র মাদারিহাট বিজেপির দখলে থাকে। গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্র— সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। শনিবার এই ছয় কেন্দ্রের ফলপ্রকাশ।
নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক এখন সাংসদ হয়েছেন। গত লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ফলে নৈহাটির বিধায়ক পদ ফাঁকা হয়েছে। হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজি নুরুল সদ্য প্রয়াত হয়েছেন। তিনি গত লোকসভা ভোটে বসিরহাট থেকে জিতেছিলেন। জয়ের কয়েক মাস পরেই প্রয়াত হন নুরুল। সিতাইয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ। তালড্যাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী এখন বাঁকুড়ার সাংসদ হয়েছেন। মেদিনীপুরেও একই ভাবে জুন মালিয়া সাংসদ হওয়ায় বিধায়কের পদ ফাঁকা হয়ে রয়েছে। মাদারিহাটে বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ। এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। এ বারের ভোটে কোন শিবির ক’টি আসন পায়, তা নিয়ে কৌতূহল রয়েছে।
ভোটগণনার প্রাথমিক প্রবণতা অনুসারে, নৈহাটিতে এগিয়ে রয়েছে তৃণমূল। গণনার প্রাথমিক প্রবণতায় হাড়োয়া বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল। গণনার প্রাথমিক প্রবণতা অনুসারে, বাঁকুড়ার তালড্যাংরা থেকেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। সিতাইয়ের বিধানসভা উপনির্বাচনেও প্রাথমিক প্রবণতায় এগিয়ে তৃণমূল। প্রাথমিক প্রবণতায় মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকেও এগিয়ে রয়েছে তৃণমূল। বাংলার সব আসনেই আপাতত এগিয়ে তৃণমূল।

