আগরতলা, ২২ নভেম্বর: মহিলাদের জন্য সাংবিধানিক ও আইনি সুরক্ষা প্রদানে মহিলা কমিশনের গুরুত্ব অপরিসীম। সালেমা এর সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ সুরমা বিধানসভার সালেমা আর. ডি. ব্লকের কমিউনিটি হলে জাতীয় মহিলা কমিশনের পৃষ্ঠপোষকতায় এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের দ্বারা সংগঠিত ত্রিপুরায় মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারম্যান শ্রীমতি ঝর্না দেববর্মার উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন বলেন, নাবালিকা বিবাহে আমাদের রাজ্য দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। নাবালিকা বিয়ে বন্ধ করার জন্য আমাদের সকলকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। একমাত্র আইনি সচেতনতা ও নাবালিকা কন্যাদের মা-বাবাদের এ বিষয়ে সচেতন করার মধ্য দিয়েই নাবালিকা বিবাহ বন্ধ করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
পাশাপাশি মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন ,মাদক সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। মাদকের ভয়াবহতা আমাদের সমাজব্যবস্থাকে বিশেষ করে নারীদের জীবনকে বিষন্ন করে তুলছে। রাজ্য সরকার নেশা বিরোধী অভিযান সফল করার জন্য যেসব কর্মসূচি গ্রহণ করেছে সেগুলিকে বাস্তবায়িত করতে মহিলাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।