আগরতলা, ২২ নভেম্বর: কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান করা সহ সাত দফা দাবিতে সরব সিপিআইএম। আজ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।
এদিন ডেপুটেশনের আগে এক বিশাল মিছিল করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে হয় এক সভার আয়োজন করা হয়েছিল। সভায় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে নেতৃত্বরা বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বাম বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস গৌরী দাস সহ অন্যান্যরা। অন্যদিকে সভা চলাকালীন ছয়জনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া ব্লক আধিকারিক বিপ্লব আচার্জির নিকট ডেপুটেশনে মিলিত হয়।
আজকের ডেপুটেশনের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান করা, রেগার কাজ ২০০ দিনের করা এবং ৬০০ টাকা মজুরি প্রদান করা সহ আরও অনেক।প্রতিনিধিদের মধ্যে ছিল সিপিআইএম নেতৃত্ব সুভাষ নাথ গায়ত্রী দত্ত সুবীর সেন হিমান রায় অরুণ দেববর্মা ও শংকর দাস।