BRAKING NEWS

একই স্ট্যান্ডে দাঁড়াতে পারবে না ব্যাটারি চালিত এবং পেট্রোল চালিত অটো !

আগরতলা, ২২ নভেম্বর : মহকুমা শাসকের তুঘলকি সিদ্ধান্ত প্রত্যাহারে সরব সাব্রুমের অটো রিক্সা স্ট্যান্ডের অটো চালকরা। ব্যাটারি চালিত অটোগুলোকে পেট্রোল চালিত অটো স্ট্যান্ড- এ স্থান দিতে নারাজ অটো স্ট্যান্ডের নেতৃবৃন্দ। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল মহকুমা পুলিশ আধিকারিক ও থানার ওসির উপস্থিতিতে সাব্রুমের মহাকুমা শাসক অটো স্ট্যান্ডের নেতৃবৃন্দদের নিয়ে নিজ কার্যালয়ে এক জরুরী বৈঠক করেন। বৈঠকে শেষে মহকুমা শাসক অটো চালকদের হাতে একটি আদেশের কপি ধরিয়ে দেন। তাতে উল্লেখ ছিল আগামী ১লা ডিসেম্বর থেকে সাব্রুম অটো স্ট্যান্ডে পারমিট বিহীন ব্যাটারি চালিত অটো রিক্সাগুলিও থাকবে এবং আজই স্ট্যান্ড থেকেই সকল অটো বিভিন্ন রুটে চলাচল করবে। মহকুমা শাসকের কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সাব্রুম অটো স্ট্যান্ড এর পক্ষ থেকে উপস্থিত সদস্যরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত উপস্থিত নেতৃত্বদের আগামী ১লা ডিসেম্বর থেকে এই আদেশ কার্যকর করা বিষয়ে স্পষ্ট জানিয়ে দেন। এক্ষেত্রে সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, অটো স্ট্যান্ডের নেতৃত্বরা মহকুমা শাসক ও পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক কর্মকর্তাদের সরজমিনে অটো স্ট্যান্ডে গিয়ে দেখার অনুরোধ জানান।

অটোচালক অজয় সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অটো স্ট্যান্ডে পেট্রোল চালিত অটোর সংখ্যা প্রায় ৪০০ থেকে ৪৫০। বর্তমানে স্ট্যান্ডের যে জায়গা রয়েছে তাতে ব্যাটারী চালিত অটোগুলোকে জায়গা দেওয়া এক প্রকার অসম্ভব। অন্যদিকে ব্যাটারী চালিত অটো রিক্সা গুলিও এই স্ট্যান্ড থেকেই চলাচল করে তাহলে পেট্রোল চালিত অটো চালকদের ব্যবসার প্রচণ্ড ক্ষতি হবে।

অটো চালক দাবি, ব্যাটারি চালিত অটোগুলির কোন পারমিট না থাকা সত্ত্বেও যদি এই অটো স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে চলাচল করে তাহলে পেট্রোল চালিত অটো রিক্সা গুলির‌ও পারমিট ব্যবস্থা তুলে দিতে হবে। অটো চালকরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *