আগরতলা, ২০ নভেম্বর : আজ টাটা টেকনোলজি লিমিটেডের সাথে ত্রিপুরা সরকার মৌ স্বাক্ষর হয়েছে। মূলত, ত্রিপুরায় ১৯টি পরিকাঠামো উন্নয়নের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী স্বান্তনা চাকমা, টাটা টেকনোলজির জেনারেল ম্যানেজার স্বাগতা ঘোষ ও হেড অফ বিজনেস অর্ঘ্য বসু।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ১৯টি আইটিআই-তে আগামী পাঁচ বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাতে, এই যৌথ প্রকল্প বাস্তবায়নে ৬৮৩ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয় করা হবে। এর মধ্যে টাটা টেকনোলজি লিমিটেড ৮৬ শতাংশ এবং রাজ্য সরকার ১৪ শতাংশ প্রকল্প ব্যয় বহন করবে।
এদিন তিনি আরও বলেন, রাজ্যে শিল্প ও বাণিজ্য বিভাগ, টাটা টেকনোলজি লিমিটেড এর সাথে অংশীদায়িত্বে ১৯টি আইটিআই-কে আধুনিকরণ করার জন্য একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করতে প্রস্তুত৷ মূলত, এর মাধ্যমে প্রশিক্ষণ সুবিধা আধুনিকীকরণ, উন্নত কোর্স প্রবর্তন এবং আইটিআই স্নাতকদের কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে উদীয়মান প্রযুক্তি খাতে দক্ষতার ব্যবধান পূরণ করা।
তাঁর কথায়, রাজ্যের আইটিআইগুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আইটিআই পাশ ছেলে মেয়েদের স্টার্টআপ থেকে শুরু করে বহিরাজ্যে প্লেসমেন্ট পাওয়ার সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।