আগরতলা, ১৭ নভেম্বর : রবিবার আগরতলায় দক্ষিণ রামনগর গোল চক্কর এলাকা পরিদর্শনে যান বিধানসভার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে ছিলেন সিপিআইএম বিধায়ক দল। এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথাবার্তা বলেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন পূর্বে দক্ষিণ রামনগর গোল চক্কর এলাকায় সরকারি জমি দখল করে বসবাসরত জনগণের বাড়িঘর বুলডোজার চালিয়ে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা না করেই বহু মানুষকে ঘরছাড়া করে দেওয়ায় অসহায় হয়ে পড়েছেন এলাকার জনগণ। খোলা আকাশের নিচে কোনোভাবে জীবনযাপন করছেন তারা।
বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী সংবাদ প্রতিনিধিদের সম্মুখে বলেন, এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তিনি বুঝতে পারেন যে তারা ৪০-৫০ বছর ধরে সকল বৈধ কাগজ নিয়ে জীবনযাপন করছিলেন। সরকারি জমি থেকে তাদের এত সংক্ষিপ্ত সময়সীমা বেঁধে দিয়ে হঠাৎ করে উচ্ছেদ করে দেওয়া অন্যায় হয়েছে। ১৫-২০ দিনের নোটিশ দিয়ে তাদের বাড়িঘর বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া অমানবিক।
তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুসারে বুলডোজার চালিয়ে এলাকাবাসীকে এভাবে উচ্ছেদ করার প্রক্রিয়ার মাধ্যমে আইন অমান্য করা হয়েছে। যেসকল আধিকারিক এই কাজে নেতৃত্ব দিয়েছেন এবং আইনকে এভাবে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মামলা নিতে পারবে।
এলাকার জনগণ বিধানসভার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীর হাতে দুই দফা দাবি নিয়ে এক স্মারক তুলে দেন। সরকারের কাছে তাদের দাবি সরকারি জমিতে গৃহ নির্মাণ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা এবং নিশ্চিত আয়ের ব্যবস্থা।
বিধানসভার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী এদিন রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাদের এই সমস্যা যাতে সমাধান করা হয়। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বলেও জানান।