নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): আরও খারাপ হল দিল্লির বাতাসের গুণগতমান। রবিবার সকালেও ঘন ধোঁয়াশায় ঢাকল রাজধানী দিল্লি। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কমেছে অনেকটাই। এদিন সকালে দিল্লির অক্ষরধাম, ইন্ডিয়া গেট এবং আনন্দ বিহারে মতো এলাকায় বাতাসের গুণগত মান ছিল অত্যন্ত খারাপ। চারিদিক ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনুসারে, রবিবার সকাল আটটা নাগাদ দিল্লির আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৫৭, বাওয়ানায় ৪৭১, দ্বারকা সেক্টর ৮-এ ৪৪৫। নতুন দিল্লি রেল স্টেশনের চারপাশের এলাকা ধোঁয়াশার ঘন স্তরে ঢেকে ছিল। খারাপ অবস্থা ছিল দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্য পথ-সহ অন্যত্রও। শুধুমাত্র রাজধানী দিল্লি নয়, শুক্রবার সকালে খারাপ আবহাওয়ায় ঘুম ভেঙেছে উত্তর প্রদেশের বাসিন্দাদেরও।