আগরতলা, ১৬ নভেম্বর : আগরতলা রাধামাধব মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই বছর মন্দিরের ২২৬ তম রাস উৎসব পালন করা হচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের এই রাস উৎসবে যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, রাধামাধব মন্দিরে অনুষ্ঠিত এই রাস উৎসব উপলক্ষে গোপীদের দ্বারা রাস নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়। রাধাকৃষ্ণের বিগ্রহের চারপাশে ২৬ জন সারা গোপী নৃত্য করে। রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই রাস নৃত্য চলবে এবং ভোরে মঙ্গল আরতির মাধ্যমে সমাপ্ত করার নিয়ম রয়েছে।
মন্দিরের পুরোহিত অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, ১৭৯৮ সাল থেকেই এই রাস উৎসব পালন হয়ে আসেছে। রাজাধারা মাণিক্য শাসনকাল থেকে প্রতিবছর ঐতিহ্যবাহী রাস উৎসবের আয়োজন করা হচ্ছে। তিনি আরো বলেন, মন্দিরের এই রাস উৎসব জেলা শাসকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। তাছাড়া প্রত্যেক বছর সরকারের পক্ষ থেকেও যথেষ্ট সহযোগিতা পান মন্দির কর্তৃপক্ষ। তাই রাজআমল থেকে এখনো সুন্দরভাবে রাস উৎসবের ঐতিহ্য বজায় রাখা সহজ হয়েছে। আগামী বছরগুলোতে একইভাবে রাস উৎসবের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।