আগরতলা, ১৬ নভেম্বর : গত ১১ই নভেম্বর, সোমবার আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার এলাকার পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ সহ তার ভাই সুমন দেবনাথের হাতে আক্রান্ত এক মহিলা। এ নিয়ে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাই নির্যাতিতা মহিলা এবং তাঁর দেবর শনিবার রাজ্য পুলিশ সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে সুবিচারের দাবি জানালেন!
সংশ্লিষ্টদের থেকে জানা গেছে, আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন ৪ নং ওয়ার্ডের এক মহিলা এবং তাঁর দেবরকে একই পাড়ার পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ উরফে টুটন এবং তার ভাই সুমন দেবনাথ মিলে বেধড়কভাবে মারধর করে। ওই মহিলাকে শ্লীলতাহানি করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঘটনার দিন নির্যাতিত মহিলা দেবরের সাথে আমতলী থানায় মামলা করার প্রস্তুতি নিলেও পথে অভিযুক্তদের বাধার সম্মুখীন হন।
এই ঘটনার পরের দিন অর্থাৎ ১২ নভেম্বর, মঙ্গলবার নির্যাতিত মহিলা দেবরের সাথে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। কিন্তু আমতলী থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নি।
ঘটনার এতদিন পরেও আমতলী থানার পুলিশ এই ঘটনায় কোন মামলা নথিভুক্ত করেনি। পুলিশের এহেন কর্মকান্ড দেখে নির্যাতিত মহিলা সহ উনার দেবর অন্য পথ ধরতে বাধ্য হন। শনিবার দুপুরে ওই মহিলা সহ উনার দেবর রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ঘটনার সম্পূর্ণ তথ্য তুলে ধরেন এবং এই ঘটনার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার তৎক্ষণাৎ আমতলী থানার পুলিশকে খুব শীঘ্রই মামলাটি নথিভুক্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।