আগরতলা, ১৬ নভেম্বর : সোনামুড়া থানাধীন ফকিরাদোলা এলাকায় বাঁশ কাটতে গিয়ে ৬৩ হাজার ভোল্টের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃতের নাম বাবুল নমঃ( ৫৫)।
ঘটনার বিবরণে জানা গেছে, মৃত বাবুল নমঃ-র আর্থিক অবস্থা ভালো ছিলনা। বাঁশ বিক্রি করে সংসার চলত তাঁর। আজও তিনি ফকিরাদোলা এলাকায় বাঁশ সংগ্রহ করতে যান। সেই বাঁশ ঝাড়ের পাশেই ছিল একটি ৬৩ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার। সেখানে উঁচু একটি গাছে উঠে বাঁশ কাটতে গিয়ে ঘটে বিপত্তি। ওই গাছটি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ওই অবস্থায় গাছের ডালে ঝুলে ছিলেন তিনি।
ঘটনার সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল নমঃ-র মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। তবে, তাঁর দেহ বাঁশ ঝাড়ে ওই গাছে ঝুলে ছিল। স্থানীয় মানুষ পুলিশ এবং অগ্নি নির্বাপক কর্মীদের ওই ঘটনার খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।