BRAKING NEWS

শাসক দল বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেটা আড়াল করতে জনগণের মধ্যে বিভাজন তৈরীর ষড়যন্ত্র হচ্ছে : জিতেন্দ্র 

আগরতলা, ১৬ নভেম্বর: শাসক দল বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সেটা আড়াল করতে রাজ্যর বিভিন্ন জায়গায় জনগণের মধ্যে বিভাজন তৈরীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে তিনি যোগ করেন, কিছু দিন যাবৎ গোটা উত্তর জেলার আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। কদমতলা বাজারে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। আজ সিপিএমের তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে। 

এদিনের সাংবাদিক সম্মেলনে শ্রীচৌধুরী অভিযোগ করেন, গোটা রাজ্য শান্তির পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কিছু দিন যাবৎ রাজ্যর ভিন্ন ভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার পরিকল্পনা চলছে। এর মধ্য ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছ উত্তর জেলার কদমতলায়। সেখানে জাতি- জনজাতিদের মধ্য অবিশ্বাস তৈরী করা হচ্ছে। 

এদিন তিনি আরও বলেন, গত ৮ নভেম্বর ক্ষতিগ্রস্ত কদমতলা বাজার পরিদর্শনে গিয়েছে বাম প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পুলিটব্যুরোর সদ্যস মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিএম নেতা পবিত্র কর, মানিক দে সহ অন্যানরা। সামান্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ধ্বংসলীলায় পরিনত করেছে কদমতলা বাজারকে। পুলিশের গুলিতে একজন নিহত ও তিনজন আহতও হয়েছেন। সময় থাকতে এই ঘটনা সামাল দিতে পারত প্রশাসন। কিন্তু তাঁদের উদাসীনতার কারণে বহু মানুষের ক্ষতি হয়েছে। গোটা উত্তর জেলায় আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। শাসক দল বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেটা আড়াল করতে রাজ্যর বিভিন্ন জায়গায় জনগণের মধ্যে বিভাজন তৈরীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি তাঁর। 

আজ মুখ্যমন্ত্রী  সিপিএমের তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *