আগরতলা, ১৬ নভেম্বর: ত্রিপুরায় সবর্ত্র বিভেদের রাজনীতি ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে শাসক দল বিজেপি। এর বিরুদ্ধে জনগণকে একত্রে লড়াই করতে হবে। আজ কংগ্রেসের সংহতি পদযাত্রায় শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
আজ খয়েরপুর বিধানসভার অন্তর্গত বৃদ্ধনগর কালীনগর এলাকা থেকে কংগ্রেসের সংহতি পদযাত্রা শুরু হয়েছে। পদযাত্রাটি খয়েরপুরের বণিক্য চৌমুহনীতে গিয়ে শেষ হয়েছে। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ জেলা সভাপতি তন্ময় রায়, খয়েরপুর ব্লক সভাপতি ধ্রুব ধর চৌধুরী, তপন দাস, মনোরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা।
এদিন পদযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজ্যে অরাজকতা চলছে। প্রশাসন নির্বাক ভূমিকা নিয়ে কাজ করছে। প্রতিদিন রাজ্যে অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কিন্তু অপরাধ দমনে পুলিশ প্রশাসনের উদাসীন মনোভাব নিয়ে কাজ করছে। এরই বিরুদ্ধে সারা রাজ্যে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সংহতি পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই সংহতি পদযাত্রা বানচাল করার জন্য গতকাল মান্দাইয়ে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে শাসক দলের দুবৃত্তরা। তারা আসলে ত্রিপুরায় সর্বত্র বিভেদের রাজনীতি ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।