BRAKING NEWS

ঊনকোটি জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন

আগরতলা, ১নভেম্বর: দেশের কৃষকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করে চলেছে ভারত সরকার। শনিবার মাছমারা টাউন হলে ঊনকোটি জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত অনুষ্ঠানটি ছিল কৃষক ও কৃষি বিজ্ঞানীদের মতবিনিময় এবং রবি মৌসুমের বীজ বিতরণ।

কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিনিয়ত কৃষকদের পাশে থাকার চেষ্টা চালাচ্ছে | নানান যন্ত্রপাতিসহ বীজ বিতরণ কর্মসূচিতে দপ্তর এগিয়ে আসছে কৃষকের আয়ের দ্বিগুণ করার লক্ষ্যে |তাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ কিছু বিতরণ করলেন দপ্তর |এই বীজ গুলির মধ্যে ছিল উন্নত জাতের গম, সরিষা এবং বাদাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ত্রিপুরা ফার্মাস ক্লাবের মাননীয় অধ্যক্ষ শ্রী প্রদীপ বরণ রয় মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী পবিত্র দেবনাথ, কার্তিক দাস সহ কৃষিবিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী শ্রী বিশ্বজিৎ বল, শস্য বিশেষজ্ঞ শ্রী রিপন চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ ডক্টর জয়শ্রী দত্ত ও অন্যান্য আধিকারিক বৃন্দ।

আজকের অনুষ্ঠানে অতিথিগণ অনেক বিষয় নিয়ে ফার্মারদের কাছে আলোচনা করেছেন তার মধ্যে বিশেষ হলো গম চাষ নিয়ে, ত্রিপুরাতে একসময় প্রচুর পরিমাণে গম চাষ হতো কিন্তু বিভিন্ন কারণবশত এই গম চাষ ত্রিপুরাতে প্রায় বদ্ধ হয়ে গেছে। কিন্তু ত্রিপুরা রাজ্য সরকার তথা কৃষি মন্ত্রী এবং কৃষি অধিকর্তাদের নিরলস প্রয়াসে এই গম চাষাবাদ ত্রিপুরাতে পুনর্জীবিত হচ্ছে। তাই আজকের অনুষ্ঠানে মাছ মারা বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত ৫০ জন কৃষকের হাতে এই গম বীজ তুলে দেওয়া হয় এতে প্রায় তিন হেক্টর জমি গম চাষের আলতায় আনা যাবে। সেই সাথে কৃষকদের মধ্যে বাদাম ও সরিষার বীজ তুলে দেওয়া হয় এবং ১৫০ জন কৃষক উপকৃত হয়েছেন। এখানে প্রায় ৩০ হেক্টর জমি সরিষা এবং ১০ হেক্টর জমি বাদামের দাঁড়া চাষ করা যাবে। অনুষ্ঠানে তিনজন আদর্শ পারমানের হাতে শংসাপত্র এবং নগদ রাশি তুলে দেওয়া হয় কৃষিবিজ্ঞান কেন্দ্র ঊনকোটি পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *