আগরতলা, ১৬ নভেম্বর: বন্যায় ধ্বংস হয়ে যাওয়া রাস্তা তিন মাস পরেও মেরামতের উদ্যোগ না নেওয়া হচ্ছে না। সরকারের এই উদাসীন মনোভাব কারণে ক্ষুব্ধ চড়িলাম ব্লকের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের থালা ভাঙ্গা এলাকার কৃষক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা।
চড়িলাম ব্লকের সমষ্টি উন্নয়নের আধিকারিকের উপর ভীষণ ক্ষুব্ধ গ্রামের মানুষ। এই এলাকায় রয়েছে শত শত কৃষকের পাতা সব্জি ক্ষেত। রাস্তা ধ্বংস হয়ে যাওয়ায় সব্জি ক্ষেতে সার, গোবর কিছুই নিয়ে যেতে পারছে না কৃষকরা। শনিবার দুপুরে অতি দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছে গ্রামের মানুষ থেকে শুরু করে এলাকার কৃষকরা।
জানা যায়, ভয়াবহ বন্যায় রাজ্যের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার লক্ষ্যে রাজ্য বহিঃ রাজ্যের একাধিক নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা দিয়েছেন। কিন্তু চড়িলাম বিধানসভায় দেখা গেলো উল্টো চিত্র। সরকারে রয়েছে শাসকদল বিজেপি, আর চড়িলাম বিধানসভায় শাসক দল বিজেপি ক্ষমতায় না থাকাই এলাকার জনগণের উন্নয়নের লক্ষ্যে কোনরকম ব্যবস্থা গ্রহণ করছেন না কারণ চড়িলাম বিধানসভায় শাসন ক্ষমতা রয়েছে তিপরা মথা দলের।