আগরতলা, ১৭ নভেম্বর: অতিরিক্ত টাকা ছাড়া কাজ হয় না বললেন ব্রজপুরের তহশিলদার ময়নাল হোসেন। শনিবার দুপুর ২ টা থেকে ইতিমধ্যে তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা যায় চড়িলাম বিধানসভার অন্তর্গত ব্রজপুর তহশিলদার দীর্ঘদিন যাবত নিজের মর্জি মাফিক রফিক চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনীয় কাজ করতে আসা জনগণের কাছে তহশিলে কোন রকম কাজ করতে আসলেই প্রত্যেকের কাছে সরকারি বেতনের ঊর্ধ্বেও এক্সট্রা টাকা চেয়ে বসেন।
আরও জানাযায় উনার বিরুদ্ধে জমির দালালি থেকে শুরু করে তহশিলে সরকারি বিভিন্ন কাজে এক্সট্রা টাকা দিতে হয়। শনিবার দুপুরে তহশিলের কোন এক ব্যক্তি তার বাড়ির জমির প্রয়োজনীয় কাগজ পত্রে গেলে তহশিলদার ময়নাল হোসেন সে ব্যক্তিকে বলেন। আমি তো আপনার কাগজপত্র করে দেবো কিন্তু তার জন্য আমাকে এক্সট্রা টাকা দিতে হবে। একটা টাকা ছাড়া কাজ হয় না। তহশিলদার ময়নাল হোসেনের এরকমই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এলাকার জনগণের বক্তব্য সরকারের কাছ থেকে প্রত্যেক মাসে মোটা অংকের টাকা মাইনে পাওয়ার পরও মানুষের কাছ থেকে কিভাবে অর্থ হাতিয়ে নেওয়া যায় সেই ধান্দায় সব সময় বসে থাকেন। তহশিলদার ময়নাল হোসেন।