আগরতলা, ১নভেম্বর: আসুন বন্ধু, সচেতন হয়ে করুন রক্ত দান, আপনার রক্তে যদি বেঁচে যায় একটি প্রাণ।এই স্লোগানকে সামনে রেখে শনিবার তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে রক্তদান কর্মসূচি পালন করলো ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোস্যাল ওয়েলফেয়ার কমিটি।
শনিবার তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে রক্তদান কর্মসূচি আয়োজন করেছিল ক্ষিতিশ দেব মেমোরিয়াল সোসাল ওয়েলফেয়ার কমিটি। এদিনের রক্তদান শিবিরে মোট ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মূলত এই সংস্থা রক্তদান শিবিরের পাশাপাশি তেলিয়ামুড়ার বিভিন্ন বিদ্যালয়ের দুস্থ কৃতি ছাত্র ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা করে চলেছে। ২০২২ সনে পথ চলা শুরু করে এই সংস্থা। আর তখন থেকেই প্রতিবছর নানা সামাজিক কাজ চালিয়ে যাচ্ছে। আগামী দিনে ও সামজিক কাজ জারি থাকবে বলে জানান কমিটির সদস্যরা ।এই রক্তদান শিবিরে কমিটির সভাপতি ক্ষিরোদ দেব, সম্পাদক উত্তম ঘোষ, প্রয়াত ক্ষিতিশ দেব তথা তৎকালিন তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের প্রাক্তন ভাইচেয়ারম্যান এর পুত্র তথা রাজ্যের পরিচিত আইনজীবী ভাস্কর দেব, উনার স্ত্রী ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।